
—ছবি মুক্ত প্রভাত
জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
(১৪ ফেব্রুায়ারি) ধরমন্ডলের দৌলত পুর গ্রামে রাত ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/মোঃ কুদ্দুস আলী সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) /মোঃ আল আমিন ও ফোর্স সহ
অফির্সাস ইনচার্জ খায়রুল আলমেনর এর সার্বিক দিক নিদের্শনায় নাসিরনগর উপজেলার ধরমন্ডলের দৌলতপুর এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করিয়া রাত ১২ ঘটিকার সময় ১০২ পিস ইয়াবা ও গাঁজা সহ মোঃ হারুন মিয়া (৩৬), পিতা-সহিদ মিয়া, ০২। মোঃ লিটন মিয়া (৪৩), পিতা-মোঃ তাজুল ইসলাম,,০৩।
মোঃ নুর উদ্দিন (২৭), পিতা-মৃত আঃ আলীম, সর্বসাং-দৌলতপুর, থানা-নাসিরনগর,গ্রেফতার করে ২০২৫; জি আর নং-৩৮, তারিখ- ২৫ জানুয়ারি, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল আলম়়ছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।