
৪৩ দেশের নাগরিকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
নতুন করে ৪৩ টি দেশের নাগরিকদের ওপর ভ্রমনে নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। লাল, হলুদ, কমলা তিনটি রঙের তালিকায় মোট ৪৩ টি দেশের নাম উল্লেখ করে নিষেধাজ্ঞা আরোপ
করবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে এরই মধ্যে
ট্রাম্পের কাছে যে দেশগুলোর নাম উঠে এসেছে তা তুলে ধরা হলো।
আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন, বেলারুস, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা
লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক
রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইবুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে আ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু
ও জিম্বাবুয়ে।
লাল তাকিয়া রয়েছে মোট ১১ টি দেশ। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন।
২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ৭ টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের আবার পুনরায়বৃত্তি ঘটতে যাচ্ছে বলে বেশ কয়েকটি সুত্র নিশ্চি করেছে।
সংবাদ মাধ্যম বলছে, ট্রাম্পের এই নতুন ভ্রমন নিষেধাজ্ঞার ফলে তার দেশে শরনার্থী হিসেবে বা বিশেষ অভিবাসী হিসেবে ভিসা নিয়ে বসবাস করছে তাদের পুর্নবাসনের জন্য অনুমোদন পাওয়ার ব্যাপারে প্রভাবিত করতে পাবে। এইসব ব্যক্তি ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করায় তালেবানের প্রতিশোধের শিকার হতে পারে।