
—ছবি সংগৃহিত
‘বিরল বন চালতার ফুলে ঝুঁড়ি ঘিরে ভিড় জমেছে। পাহাড়িদের কাছে এটি খুব জনপ্রিয়। বিক্রেতা এই ফলের দাম হাঁকিয়েছন ৬০০ টাকা কেজি।
কিন্তু দামের পরোয়া না করে মুর্হুতেই শেষ হয়ে গেছে সবজি।
পাহাড়িদের আগোয্যা বা আগাজা নামে পরিচিত। এই ফুল পাহাড়িরা রান্না করে খায়। স্থানীয় বাসিন্দাদের কাছে এর স্বাদ অমৃততের মতো। সচরাচার বাজারে পাওয়া যায় না বলে দাম যতই হোক, আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়।