
—ছবি মুক্ত প্রভাত
দেখা হবে আবার
এই মিছিলে, ওই মশালে
ওই আধারে, সেই পথে
এই সূর্যস্নানে,সেই বৃষ্টিতে
আবার দেখা হবে
সেই শয়নে, সেই স্বপ্নে—
সেই রাগে অনুরাগে
অভিযোগে, কান্নায়
দেখা হবে আবার
সেই ঠোঁটে, সেই হাসিতে
সেই প্রাপ্তিতে, পাগলামিতে
সেই গোপনে সেই গহীনে
সেই প্রেমে, সেই পরানে
সেই সুখে, সেই বিস্ফোরণে
সেই রঙে, সেই রঙিনে
আবার হবে দেখা আমাদের
সেই কন্ঠে, সেই কৈলাশে
কথা হবে আবার
সেই ঋণে, সেই হৃদয়ে
ফেরা হবে আবার
সেই দৃষ্টিতে, সেই দর্শনে
দেখা হবে আবার
দেখা হবে আবার।
২৩.২.২৫