
বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী মারসা বাসের ধাক্কায় মো:রাকিব (১৮)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সে ডুলাহাজারা কলেজের শিক্ষার্থী ছিল।
রবিবার (২৮ মে) বিকাল ২ টার সময় উপজেলার ডুলাহাজারা কলেজের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ২৯ মে রাত ২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদ রাকিব ডুলাহাজারা ইউনিয়নের( ৫নং ওয়ার্ড) বালুরচর এলাকার মোহাম্মদ মনছুর আলমের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,কক্সবাজার থেকে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাস মারসা পরিবহন কক্সবাজারমুখী মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়,ফলে মোটরসাইকেল আরোহী গুরুতর হয়।তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।সেখানে ২৯ মে রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আহামদ জানান,গাড়ির চালক পালিয়ে গেলেও মারসা গাড়িটি জব্দ আছে।শিক্ষার্থী রাকিব মোটরসাইকেল যুগে কলেজ থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন,নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।