
—ছবি সংগৃহিত
গৌতম গাম্ভীরকে ভারতের প্রধান কোচের দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গম্ভীরের এই যাত্রা শুরু হয় গত বছরের ৯ জুলাই। কোচ হিসেবে বোর্ডের সাথে তার চুক্তি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
রোহিত-কোহলিতের কোচ হিসেবে গম্ভীরের অর্জনে খাতায় সাফল্য যেমন আছে, আছে ব্যর্থতাও।
তবে সদস্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের শিরোপা জয় গম্ভীরের ব্যর্থতাকে প্রায় আড়ার করে দিয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে দেশকে বৈশ্বিক শিরোপা এনে দেওয়া তো আর কম ব্যপার নয়।
৪৩ বছর বয়সী গম্ভীর ভারতের খেলোয়াড় হিসেবে জিতেছেন ২০০৭ টি-টোয়েন্টি ও ২০২২ ওয়ানডে বিশ্বকাপ। এবার কোচ হিসেবে জিতলেন চ্যাম্পিয়নস ট্রফি।
ক্রিকেট প্রেমীদের আগ্রহ মেটানোর চেষ্টা করেছে ভারথের বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট অ্যাসেনড্যান্টস।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন ১৪ কোটি রুপির বেশি। যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন করে তুলেছে।
গম্ভীরের আগে ভারতের প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বছরে বেতন পেতেনে ১২ কোটি রুপি।
মোটা অঙ্কের বেতনের পাশাপাশি বিদেশ সফরে দৈনিক ২১ হাজার রুপি ভাতা হিসেবে পাচ্ছেন গম্ভীর। উড়োজাহাজে বিজনেস ক্লাসের টিকিট, বিলাসবহুল হোটেলে রাখার ব্যবস্থা, লন্ড্রি ব্যয়ও বহন করছে বিসিসিআিই। অন্যান্য লজিস্টিক সুবিধা তো আছেই।