
—ছবি সংগৃহিত
কদিন আগেই আলোচনাটা শুরু হয়েছিল রাজিন রবীন্দ্রকে নিয়ে। ‘জেন-জি’র ফ্যাবুলাস ফোরের একজন রবীন্দ্র ওয়ানডেতে এখন পর্যন্ত করেছেন পাঁচটি সেঞ্চুরি। এই সেঞ্চুরির ৫টিই বৈশ্বিক টুর্নামেন্টে। সেটাও মাত্র ১৪ ইনিংসে।
এখনএকই ধরণের আলোচনা শুরু হয়েছে মাহমুদউল্লাহকে নিয়ে। কারণ মাহমুদউল্লাহও চার ওয়ানডে সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি বৈশ্বিক টুর্নামেন্টে।
হঠাৎ এই আলোচনার কারণটা হলো মাহমুদউল্লাহ অবসর নিয়ে। এই তো কিছুক্ষণ আগে ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ জানিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশের জার্সিতে আর কখনো খেলবেন না।
মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। সেই ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গত বছর ভারতের বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
বাংলাদেশের রঙিন জার্সিতে কেবল ওয়ানডে ক্রিকেটটাই খেলে যাচ্ছিলেন। আজ থেকে এই সংস্করণকেও বিদায় বলে দিয়েছেন। এখন তিনি বাংলাদেশের সদ্য সাবেক ক্রিকেটার। সে কারণেই তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসগুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছে ভক্তদের।
চার সেঞ্চুরির চারটিই যেহেতু আইসিসি ইভেন্টে। তিনটি সেঞ্চুরি ওয়ানডে বিশ্বকাপে, একটি চ্যাম্পিয়নস ট্রফিতে। এখানেও অভিজ্ঞাৎতা মধুর। কারণ তার দুটি সেঞ্চুরি বাংলাদেশকে জিতিয়েছে। দুটিতে থাকতে হয়েছে অপরাজিত।