
—ছবি মুক্ত প্রভাত
ব্লাড ক্যান্সারে আক্রান্ত গৃহবধু রুবি খাতুন বাঁচতে চান। পারিবারিক অস্বচ্ছলতা থাকলেও স্বামী সন্তান নিয়ে সংসার করতে চান তিনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর খামারপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী রুবি প্রায় ৭ বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। করতোয়া নদীতে ভেঙ্গে গেছে তার ঘর বাড়ি। এক স্বজনের বাড়িতে ঘর তুলে থাকেন তারা।
এক সময় ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন রুবি। ক্যান্সারে আক্রান্ত হবার পর চাকরিটাও গেছে। স্বামী আবুল কালাম অপর একটি পোশাক কারখানায় অস্থায়ীভাবে স্বল্প বেতনে কাজ করেন।
রুবি খাতুননের স্বামী আবুল কালাম জানান, রুবি খাতুন বর্তমানে ঢাকার মহাখালি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোমলিজি বিভাগের ডাক্তার মইনুল ইসলাম ও মোহাম্মদ আলীর তত্ত্ববধানে চিকিৎসাধীন আছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে খুবই কষ্টের মধ্যে রয়েছেন তিনি। এ
যাবৎ চিকিৎসায় সহায় সম্বল সবই শেষ হয়ে গেছে তাদের। বর্তমানে তার চিকিৎসার জন্য ১২ লাখ টাকার প্রয়োজন।
এই অর্থের সংস্থান করার কোন উপায় নেই তাদের। এ অবস্থায় তিনি বাঁচার জন্য দেশের প্রধান উপদেষ্টাসহ সমাজের বিত্তবান সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। যোগাযোগঃ ০১৭৫৫২০৩৭০০ (বিকাশ)। উত্তরা ব্যাংক, বিকেএসপি শাখায় হিসাব নম্বর ১৬৩৬১১১০০১১৯৮৭৩।