
—ছবি মুক্ত প্রভাত
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন দিন আগে রান উৎসব হযেছিল। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যায় ৪০০ রান।
সেই মিরপুরেই আবার রান খরা শুরু হয়েছে। ব্যাটসম্যানদের জন্য রান করা কঠিন হয়ে গেল।
৪২২ রানের সেই ম্যাচের পর মিরপুরে হওয়া দুই ম্যাচে এখানে আগে ব্যাটিং করা দুটি দল করতে পেরেছে মাত্র ৬৯ ও ১০০ রান মানে ৯ মার্চ মোহাম্মদ নাঈমের করা ব্যক্তিগত ১৭৬ রান পরের দুই দিন শাইনপুকুর ও পারটেক্সর ২২ জন মিলেও সেই রান করতে পারেননি।
রান তাড়ায় মিলও আছে। দুই দিনই প্রতিপক্ষ রান তাড়া করে জিতে গেছে লাঞ্চের আগেই।