
বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বড়াইগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশীদ আলম, প্রানী সম্পাদ ও ভেটেনারী কর্মকর্তা আমির হামজা,মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে হাবিবা,বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, নগর ইউপি চেয়ারম্যান সাহেব আলী,বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী,চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন সহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।