
—ছবি সংগৃহিত
বিসিবির কেন্দ্রীয় চুক্তির খসড়া পেশ করা হয়েছিল গত বোর্ড সভায়। তবে চুক্তি তখনই অনুমোদিত হয়নি। কিন্তু সেই খসড়া তালিকা ভেসে বেড়াচ্ছিল প্রকাশ্যেই, অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার।
সেই ঘোষণাও হয়ে গেল। আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। যদিও তালিকা প্রকাশের আগেই দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ২২ ক্রিকেটারের মধ্যে এ+ গ্রেডে রয়েছেন শুধু মাত্র তাসকিন আহমেদ। প্রতিমাসে তিনি বেতন বাবদ পাবেন ১০ লাখ টাকা।