
—ছবি মুক্ত প্রভাত
”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, পাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী, প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা কৃষি অফিসের সামনে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির একটি মহড়া অনুষ্ঠিত হয়।