
দেশে ক্রমবর্ধমান নারী নিপীড়ন, ধর্ষণ ও আইন শৃংখলার অবনতির প্রতিবাদে সোমবার উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতা পৌর শহরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ছাত্রদলের মিছিলটি কলেজের মুল ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ চত্বরে ফিরে যায়।
অপর দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা শহরের বিজ্ঞান মোড় থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘোরে। এসময় ছাত্রজনতা নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
তারা অবিলম্বে সকল নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সরকারি আকবর আলী কলেজ গেটে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেকাত প্রমানিক, ছাত্রদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, মোঃ সবুজ ইসলাম, মোঃ অনিক তালুকদার, মোঃ মোখলেসুর রহমান, মোঃ মামুন ইসলাম, আবির হাসান সাগর প্রমুখ।
অপর দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিল শেষে শহিদ মিনার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন, রিফাত বিন জামান, মাসুম আনাম, ইয়াছিন তালুকদার রোহিত ও সামিউল ইসলাম।