
ঠাকুরগাঁওয়ে দুই টি অবৈধ ইট ভাটায় ভ্রামামান আদালত ও পরিবেশ অধিদপ্তরের অভিযান।
রবিবার ০৯ মার্চ পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোট দুইটি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময়, মেসার্স এম আর বি ব্রিকস, পীরবাড়ি ৫,০০,০০ ও মেসার্স হোম ব্রিকস-৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধ ইটভাটাগুলোকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানা ধার্য ও আদায় করা হয়। মেসার্স এম আর বি ব্রিকস ভাটাটি ভেঙ্গে ফেলা হয় ৷ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মো: তামিম হাসান ।
এছাড়া উক্ত অভিযানে আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জনান পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও