
—ছবি সংগৃহিত
ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যামান আইন পরিবর্বতন করে তদন্তের সময় ৩০ থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। আর ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আেইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
ধর্ষণের মামলায় তদন্ত ও বিচার করার সময় কমিয়ে অর্ধেক করার উদ্যোগও নিয়েছে সরকার।