
—ছবি সংগৃহিত
বয়সটা আহমরি না হলেও ৩৮ ছুঁই ছুঁই। ২০২গ ওয়ানডে বিশ্বকাপের সময় তার বয়স ৪০ পেরিয়ে যাবে। সেই বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনায় রোহিত শর্মা থাকবেন কি না, নিশ্চিত নয়।
রোহিত নিজেও হয়তো দল গুছিয়ে নেওয়ার জন্য যতেষ্ট সময় দিতে অনুজদের সুযোগ করে দেবেন। এ কারণেই জোর গুঞ্জন, দুবাইয়ে আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষেই ওয়ানডেকে বিদায় বলে দেবেন রোহিত।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ম্যাচ শেষে রোহিতের সঙ্গে কথা বলবেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগাকার।
গতকাল সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক শুবমান গিলও ইঙঙ্গিত দেন, ফাইনাল শেষে হয়তো সিদ্ধান্ত জানাবেন রোহিত। যদিও কিছুক্ষণের মধ্যেই এই বক্তব্য এক্সপাঞ্জ করে নেন গিল।
তবে যে যা-ই বলুন, ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন, রোহিতকে এখনই ওয়ানডে থেকে বিদায় দেওয়া ভালো ব্যাপার হবে না। সমর্থকদের তিনি মনে করিয়ে দিয়েছেন, গত বছরিই রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত এবং এ জন্য রোহিতের সম্মান প্রাপ্য। তাই রোহিতের অবসর নিয়ে এত প্রশ্ন না থাকাই ভালো।
এর আগে রোববার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ফল হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও পরববর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য ভারতের প্রস্তুতির শক্ত ভিত।
পাশাপাশি এই ম্যাচের ফল ভারতের অধিনয়ক রোহিত শর্মার ভভিষ্যৎও ঠিক করে দিতে পারে। আগামী দুই বছরের পরিকল্পনা মাতায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্থায়ী নেতৃত্ব চায় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।