
—ছবি সংগৃহিত
দলছুট একটি বন্য হাতি চট্টগ্রামের বাঁশখালীতে কাদায় আটকে পড়েছিল। পরে গ্রামবাসীর সহায়তায় বন বিভাগের লোকজন টানা ১০ ঘন্টা চেষ্টায় হাতিটিকে উদ্ধার করেন। দুই দিন ধরে ওই হাতিটিকে সারিয়ে তুলতে চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় হাতিটি আটকা পড়েছিল।
স্থানীয় ও বন বিভাগ সূত্র জানিয়েছে, গত বুধবার সন্ধ্যা সাতটার সময় চুনতি অভয়ারণ্যের আওয়তাভুক্ত নাপোড়া এলাকায় পাহাড়ের ঢালে কাদামাটিতে আটকে যায়ে একটি হাতি।
দীর্ঘ সময় হাতিটি আটকে থাকলে ওই পথে লোকজনের আনাগোনা কম থাকায় বিষয়টি তাড়াতাড়ি কারও নজরে আসেনি। পরে স্থানীয় লোকজন হাতিটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ। পরে বন বিভাগ ও স্থানীয়দের ১০ ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার বিকেলে হাতিটি উদ্ধার করা হয়।