
—ছবি সংগৃহিত
আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে ম্যাচটি।
তবে এই ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুবাইয়ের আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর থেকে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সন্ধ্যা নাগাদ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
দুবাই আকাশ পরিস্কার রৌদ্রোজ্জল থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ।
অ্যাকুওযেদারের তথ্য বলছে, আকাশে সূর্য ও মেঘের উপস্থিতিতে উষ্ণ থাকবে দুবাইয়ের আবহাওয়া। কিন্তু আবহাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেওয়া কঠিন। তবুও বৃষ্টির কারণে যদি খেলা পণ্ড হয়, তাহলে কী হবে?
চ্যাম্পিয়নস ট্রফিতে অতীতে এমন দেখা গেছে। ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কলম্বোয় রিজার্ভ ডে-ও বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।
ফাইনালে ফলের জন্য দুই দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাট করতে হবে। তবে এবারের ফাইনালেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ধরে নেওয়া যাক, ম্যাজ শুরুর পর বৃষ্টিতে খেলা আর এগিয়ে নেওয়া সম্ভব হলো না। তাহলে আজ বৃষ্টি নামার আগে খেলা যেখানে শেষ হবে, আগামীকাল সেখান থেকেই শুরু হবে।
তবে আগামীকালও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।