
-ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগের সেশনজট দূর করার লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
আজ শনিবার (২৭মে) ছুটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে বলা হয়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৩ থেকে ১২ জুন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে।
স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে গ্রীষ্মকালীন ও অন্যান্য অপ্রয়োজনীয় ছুটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
করোনার জন্য একদিকে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে।
এছাড়াও গ্রীষ্মকালীন ছুটি বাড়তি আরও চাপ তৈরি করবে। করোনাকালীন দেড় বছরের ছুটি একাডেমিক কার্যক্রমে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।
বিভাগগুলো এখনো সে ধকল কাটিয়ে উঠতে পারে নি। এমতাবস্থায় তীব্র সেশনজটে থাকা শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের বিকল্প নেই।
তারা আরো বলেন, ছুটি বাতিল করে সেশনজট কমিয়ে আনা সম্ভব। এসময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গ্রীষ্মকালীন ছুটি বাতিল ও একাডেমিক কার্যক্রম চালু রাখার দাবি জানান নেতৃবৃন্দ।