
—ছবি মুক্ত প্রভাত
“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবসের একটি র্যালী ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী।
ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার বেগমের সঞ্চালানায় অন্ষ্ঠুানে আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আল আমিন, ছাত্র নেতা আলম হাসান, মহিলা নেত্রী রেনুকা পারভীন, এনজিও প্রতিনিধি মৌসুমি আক্তার ও শিক্ষার্থী উর্মি আকতার।