
—ছবি সংগৃহিত
গত দুটি ম্যাচ ভারতকে ফাইনাল ম্যাচের জন্য যেমন অনুপ্রেরণা যোগাচ্ছে, তেমনি ভীতও করে তুলছে। কারণ হলো-২৪৯ রানের লক্ষ্য দিয়ে ভারত ৪৪রানে জিতল নিউজিল্যান্ডের সাথে। এটি ভারতের দারুণ সুখস্মৃতি। কিন্তু সেই রোম্যাঞ্চ কি আর ফিরবে।
কারণ গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড দিয়েছিল ৩৬৩ রানের রেকর্ড রানের লক্ষ্য। সেখানে দক্ষিণ আফ্রিকা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
নিউজিল্যান্ডের গত ম্যাচের পারফর্মের কথাও ভাবাচ্ছে ভারতকে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল তিনটায় মাঠে নামবে ভারত আর নিউজিল্যান্ড।
শক্তির বিচারে আপনি ভারতকে এগিয়ে রাখতেই পারেন। কিন্তু নিউজিল্যান্ডেরও সাম্প্রতিক পারফর্ম চোখ জুড়ানো। তাই চ্যাম্পিয়নস ট্রফি কোন দলের হচ্ছে তা দেখতে অবশ্যই খেলার শেষ পর্যন্ত দেখতে হবে।