
—ছবি মুক্ত প্রভাত
রোববার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ফল হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও পরববর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য ভারতের প্রস্তুতির শক্ত ভিত।
পাশাপাশি এই ম্যাচের ফল ভারতের অধিনয়ক রোহিত শর্মার ভভিষ্যৎও ঠিক করে দিতে পারে। আগামী দুই বছরের পরিকল্পনা মাতায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্থায়ী নেতৃত্ব চায় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গত দুটি ম্যাচ ভারতকে ফাইনাল ম্যাচের জন্য যেমন অনুপ্রেরণা যোগাচ্ছে, তেমনি ভীতও করে তুলছে। কারণ হলো-২৪৯ রানের লক্ষ্য দিয়ে ভারত ৪৪রানে জিতল নিউজিল্যান্ডের সাথে। এটি ভারতের দারুণ সুখস্মৃতি। কিন্তু সেই রোম্যাঞ্চ কি আর ফিরবে। কারণ গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড দিয়েছিল ৩৬৩ রানের রেকর্ড রানের লক্ষ্য। সেখানে দক্ষিণ আফ্রিকা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
নিউজিল্যান্ডের গত ম্যাচের পারফর্মের কথাও ভাবাচ্ছে ভারতকে।