
ছবিঃ মুক্তপ্রভাত
সারা দেশে চলমান "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশিদুজ্জামান রোকন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান তালুকদার। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, ১১ ফেব্রুয়ারি নাশকতার পরিকল্পনাকারী হিসেবে একই অভিযানের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা আলমগীর কবির (৩৫) কে গ্রেফতার করে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিশেষ নজরদারিতে রয়েছেন উপজেলার রাজনৈতিক নেতাকর্মীরা। "অপারেশন ডেভিল হান্ট" অভিযান যে আরও বিস্তৃত হতে পারে, সে বিষয়ে ধারণা করছেন সংশ্লিষ্টরা। (ছবি সংযুক্ত)
মুক্ত/ আরেফিন