
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ।
এই সুবিধার মধ্যে রয়েছে শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা ও বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা।
আজ বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শিক্ষকদের এই সুখবর দেন তিনি।
তিনি বলেন. ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলান করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’
তিনি বলেন, ‘শিক্ষকদের এই দাবিটি যৌক্তিক। তবে ১৫ বছর ধরে শিক্ষকেরা বৈষম্যের শিকার হয়েছেন। এক দুই বছরের বাজেট দিয়ে সেই বৈষম্য দূর করা সম্ভব নয়। এটার জন্য সময় দরকার। তবে শুরু করাটা প্রয়োজন। আমরা শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা ও বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বৃদ্ধির কাজটি শুরু করে দিয়ে যাচ্ছি। পরববর্তীতে দাবিগুলো পূরণ করা সহজ হবে।