
—ছবি মুক্ত প্রভাত
জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন হাফিজুর রহমান হাবিব নামে এক আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ পাটাদহ গ্রামে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মো. আবুল কালাম আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও দক্ষিণ পাটাদহ এলাকার বাসিন্দা। নাশকতার মামলায় কারাগারে আছেন এ আওয়ামী লীগ নেতা।