
—ছবি সংগৃহিত
গত ম্যাচে নিউজিল্যান্ডের সাথে দারুণ ওই জয় যেন ভারতের জন্য সুখ স্মৃতি হয়ে ফিরে আসছে। সেদিন ২৪৯ রানের স্বল্প পুঁজি নিয়েও দারুণ বোলিং নৈপুণ্যে ৪৪ রানে জিতেছিল রোহিতের দল।
আজও যেন সেই রোমাঞ্চই ফিরে আসছেন ভারতীয় দলে। চার উইকেট হারিয়ে আগে ব্যাট করতে নাম অস্ট্রেলিয়া রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। সবশেষ ২৬৪ রানের লক্ষ্য ভারতের সামনে। তবে নিউজিল্যান্ডের মতো পরীক্ষায় যদি পড়তে হয় ভারতকে। না শেষ পর্যন্ত তা আর হয়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে পেয়েছে ভারত।
ভারতের ২৬৫ রানের লক্ষ্য
৪৯.৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৬৪ রান। ওয়ানডে ক্রিকেটে এই খুব বড় না হলেও একেবারে ছোটও নয়। জিততে হলে ভারতকে এই রান টপকাতে হবে।
ভারতের বোলিং তোপে ধুঁকছে অস্ট্রেলিয়া
গত ম্যাচে নিউজিল্যান্ডের সাথে দারুণ ওই জয় যেন ভারতের জন্য সুখ স্মৃতি হয়ে ফিরে আসছে। সেদিন ২৪৯ রানের স্বল্প পুঁজি নিয়েও দারুণ বোলিং নৈপুণ্যে ৪৪ রানে জিতেছিল রোহিতের দল।
আজও যেন সেই রোমাঞ্চই ফিরে আসছেন ভারতীয় দলে। চার উইকেট হারিয়ে আগে ব্যাট করতে নাম অস্ট্রেলিয়া রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। ১৯৬ রানে চার উইকেট হারিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমাতেই এগোচ্ছে অস্ট্রেলিয়া।