
সংগৃহিত
ব্যাট করতে নেমে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুবিধা করতে পারেনি ভারতও। ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ২৪৯ রান। স্বল্প পুঁজির এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডও সুবিধা করতে পারেনি। নিয়মিত উইকেট পেয়েছে ভারতের বোলাররা।
ভয় ছিল কেইন উইলিয়ামসনকে নিয়ে। কারণ একক নৈপুণ্য কিউইদের ম্যাচ জেতানোর রেকর্ড আছে তার। তবে গতকালকের রাতটা আর উইলিয়ামসনের হতে দেননি ভারতীয় বোলার অক্ষর।
অক্ষরের বলে উইলিয়ামসন আউট হওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচে ভারত। তখন ভিরাট কোহলি অক্ষরের পায়ে হাত দেন।
শেষমেশ ২০৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।