
ছবিঃ সংগৃহিত
প্রতারণা করে ২য় বিয়ে করে যৌতুক আদায় ও স্ত্রীকে মারপিটের অভিযোগে এক পুলিস সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
চাকুরীর সূত্রে সাতক্ষীরায় থাকার সময় প্রথম বিয়ের কথা গোপন রেখে প্রতারণার মাধ্যমে ২য় বিয়ে করার পর বিভিন্ন অজুহাতে ৩লক্ষ টাকা যৌতুক আদায় এবং আরও ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মেরিন ডালিয়াকে মারপিট ও নির্যাতনের অভিযোগে সাতক্ষীরার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা হয়েছে। সাতক্ষীরা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত মামলা নং সি আর -৬৬/২৫(তালা)। অভিযুক্ত ওই পুলিশের নাম আবু বক্কার সিদ্দিকী। তিনি এএসআই পদমর্যাদায় কর্মরত আছেন।
এদিকে, শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামির প্রতি সরাসরি সমন জারি করে আগামী ১২ ই মার্চ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন। মামলার বাদি মেরিন ডালিয়া তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত সুলতান শেখের কন্যা ।
আদালতে দাখিলকৃত মামলা সুত্রে জানা গেছে, বাদী মেরিন ডালিয়ার সাথে তার গত ০১-০৯-২০১৯ তারিখে এক লক্ষ এক টাকা দেনমোহর ধার্যে রেজিঃ বিবাহ হয় যশোর জেলার কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে এএস আই আবুবক্কর সিদ্দিক। বিয়ের পর থেকে স্ত্রী ডালিয়াকে বিভিন্ন সময়ে মারপিট করতো এবং ৫ লক্ষ টাকা যৌতুক দাবিতে অমানুষিক নির্যাতন করতে থাকে।
মামলা সূত্রে জানা গেছে, ০১/০৯/২০১৯ তারিখে এক লক্ষ এক টাকা দেনমোহর বিবাহ করে । ডালিয়া বিবাহের পূর্বে ঢাকায় বিভিন্ন পোশাক কারখানায় কর্মের সুবাদে তার জমানো তিন লক্ষ টাকা এএসআই আবুবক্কর সিদ্দিক তার স্ত্রী ডালিয়ার নিকট থেকে যৌতুক গ্রহণ করে।
আবুবক্কর সিদ্দিক স্ত্রী ডালিয়ার নিকট থেকে আরো পাঁচ লক্ষ টাকা দাবী করলে টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে তাড়াইয়া দেয়। এ ব্যাপারে মেরিন ডালিয়া বাদী হয়ে স্বামী আবুবক্কর সিদ্দিক এর নামে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলার দায়ের করেন।
ওই মামলায় আগামী ১২ ই মার্চ আসমি পুলিশ সদস্যকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন।
মুক্ত/ আরেফিন