
বর্তমান সরকার ভোট ডাকাত দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এই ভোট চোর এবং ভোট ডাকাত সরকারের অধিনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন করতে হবে।
এজন্য বিএনপি সব ধরনের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছে। আর তা হলে বিএনপির বিপুল সংখ্যক প্রার্থী এমপি নির্বাচিত হবে এবং তারা সরকার গঠন করবে। যার সবচেয়ে বড় প্রমান সদ্য সমাপ্ত গাজীপুর সিটি কর্পরেশন নির্বাচন।
সেখানে একজন গৃহবধু যিনি কখনও স্কুলেও যায়নি তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আগামীতে বিএনপি যদি গলাগাছ দারা করায় তাহলে সেই কলাগাছও বিপুল ভোটে নির্বাচিত হবে।
শনিবার দুপুরে ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।
জনসভার শুরুতে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা এসে জরো হয় সভাস্থলে।