
—ছবি মুক্ত প্রভাত
দীর্ঘ সময় ধরে দলের বাইরে থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকটকে বিদায় জানাননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকে অবসর নিলে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি।
পেশাদার জগতে সক্রিয় থেকেও সাকিব আল হাসান এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন।
আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে।
ওই দলটিতে খেলবেন জানুয়ারিতে তামিম ইকবাল। নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল।