
—ছবি সংগৃহিত
চ্যাম্পিয়নস ট্রফি শেষ না হলেও শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের যাত্রা। এই দুই দলের প্রাপ্তি তেমন কিছু নেই। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে আজকের ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল। আপতত সেটা নিয়েই কাল দেশে ফিরবে বাংলাদেশ আর দেশে দর্শক হয়ে খেলা দেখবে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির মতো এতো বড় টুর্ণামেন্টে ১ পয়েন্ট তেমন কোনো বিশেষত্ব তো বহন করেই না বরং ভক্তদের যন্ত্রণা বাড়িয়ে দেয় বহুগুণে।
বৃষ্টিতে ভাসিয়ে দেওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্যদিয়ে শেষ হয়েছে রাওয়ালপিন্ডি পর্ব। এর আগে এখানে পরিত্যাক্ত হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচও। এখানে হয়েছে শুধু বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটাই।
দুবাইয়ে বাংলাদেশ হেরেছে ভারতের কাছে আর রওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে। দুটি হারের পর শূণ্য হাতেই ফিরতে হচ্ছে শান্ত বাহিনীকে। এই আসরে বাংলাদেশের প্রাপ্তি কেবল পেসারদের ভালো বোলিং আর ভারতে বিপক্ষে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। বাকি আর কিছু নেই।