
—ছবি মুক্ত প্রভাত
ঠাকুরগাঁও রাণীশংকৈল কাতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছবি কান্ত দেবের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কাতিহার উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদায় অনুষ্ঠানে কাতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)নুরুল হুদার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন,সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ, সহকারী শিক্ষক পয়গাম আলী,ফজলু বারী,মোজাম্মেল হক,শেফালী বেগম সাইফুন নেহার এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থী পমী রায়।
ছবিকান্ত দেবের শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তরা তাকে স্মরণ করেন।
বক্তব্য শেষে ৬ষ্ট থেকে শুরু করে দশম শ্রেণী প্রযর্ন্ত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বিভিন্ন উপহার সামগ্রী বিদায়ী শিক্ষক ছবিকান্ত দেবের হাতে তুলে দেন। এবং বিদ্যালয়ের পক্ষ থেকেও ছবিকান্ত দেবকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরিশেষে বিদ্যালয়ের মুল একাডেমিক ভবন থেকে শিক্ষার্থীরা দুই লাইনে দাড়িয়ে ফুল ছিটিয়ে প্রধান ফটক প্রযর্ন্ত অভ্যর্থনা জানিয়ে তাকে বিদায় দেন। বিদায় দেওয়ার সময় সমগ্রহ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের চোখের পানিতে পরিবেশ বেশ ভারী হয়ে উঠে।