
—ছবি সংগৃহিত
হার-জিত কোনো কিছুতেই আসে যায়না আজকের ম্যাচে। বাংলাদেশ-পাকিস্তানের এই ম্যাচটি নিতান্তই নিয়রম রক্ষার ম্যাচ। ম্যাচ হওয়ার পর পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির দর্শক বনে যাবে। আর দেশে ফিরে আসবে বাংলাদেশ।
ক্রিকেটীয় পরিভাষায় এসব ম্যাচ কেবলই নিয়ম রক্ষার ম্যাচ।
আজকের রায়ালপিন্ডির স্টেডিয়ামের আজকের নিয়ম রক্ষার ম্যাচটিতে বাংলাদেশ কিব ফেবারিট দল। যদি আপনি ফেবারিট বলেন তাহলে ভূল কিছু বলা হবে না। আবার পাকিস্তান ঞরের মাঠে খেলছে বলেই তাদের ফিবারিট বরা যাচ্ছে না। এই আসরে তাদের অবস্থাও বাংলাদেশের মতোই।
দুটি দলই প্রথম দুই ম্যাচ হারে বিদায় নিয়েছে মূল পর্ব থেকে। আবার এমনও নয় যে গত আগস্টে এই মাঠে পাকিস্তানকে ২-০-তে টেস্ট সিরিজ হারিয়েছে বলেই বাংলাদেশ আজ ফেবারিট নয়।
তবে বাংলাদেশ ফেবারিট কারণ, এ ধরণের ম্যাচ খেলার অভিজ্ঞতায় বিশ্বে খুব কম দলই তাদের চেয়ে এগিয়ে। আসরে দুই দলেরই শেষ ম্যাচ আজকে। যাতে দুই দলেরেই বা অন্তত একটি দলের পাওয়ার মতো কিছু থাকবে না। ম্যাচের দুই দল বা অন্তত একটি দল আসর থেকে বিদায় হলে অন্যরা ঝামেলামুক্ত হয়। এ রকম ম্যাচও বাংলাদেশের তুলনায় বেশি খেলেছে খুব কম দলই। কে জানে, হয়তো খেলইনি! আজ তাই অভিজ্ঞতায় বাংলাদেশই এগিয়ে থাকবে।
তবে সে যাই হোক না কেন, নিয়ম রক্ষা করতে গেলে প্রকৃতির কথা ভাবতে হবে। আবহাওয়াও এই দুই দলের পক্ষে থাকতে হবে। আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টি বাগড়া দিতে পারে বাংলাদেশ পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচে।