
—ছবি সংগৃহিত
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ বিশেষ কিছু করতে পারেনি। বিশেষ কিছু করতে পারেননি বাংলাদেশ দলের বর্তমান দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
এই আসরে তারা তেমন কিছু করতে না পারলেও বাংলাদেশ দলের জন্য তাদের যে অবদান রয়েছে, তা গৌরবের তো বটেই অনেকটা ঐতিহাসিকও।
আপনি যদি বছরখানেক আগের কথা মনে করেন, তাহলে মনে পড়বে চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই শেষ হতে পারতো বাংলাদেশ দলের চারজন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার।
এমন ধরণা যে কারণে এলো, তা হলো—২০২৩ বিশ্বকাপের আগে সাকিব নিজেই সে রকমই আভাস দিয়েছিলেন। তামিমের কথায়ও মনে হয়েছিল এই আসরে আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ টুর্নামেন্ট। একই রকমের ধার ছিল মুশফিক আর মাহমুদউল্লাহকে নিয়েও।
মাহমুদউল্লাহ নাকি তিন চার মাস আগেও বিসিবিকে জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই শেষ টানতে চান আন্তর্জাতিক ক্যারিয়ারের।
মুশফিকুর রহিম ও মাহমুউদউল্লাহ।—ছবি সংগৃহিত
তবে অভিজ্ঞ এই চারজনের এক সঙ্গে অবসর গ্রহণ বাংলাদেশ ক্রিকেটে বেদনার বিউগল বাজাতো নিশ্চয়ই। কিন্তু কখনো না কখনো বিদায় নিতে এবং দিতেই হতো। তাদের মতো এতো বড় মাপের ক্রিকেটারদের বেলায় চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরই হতে পারত সেরা একটা উপলক্ষ।