
উল্লাপাড়া: ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ এবং ৫জন আহত হয়েছেন।-ছবি মুক্ত প্রভাত
শনিবার বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা চৌকিদহ সেতুর কাছে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে। আহতরা সবাই সিএনজির যাত্রী।
নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ আলী শেখ (৪২)। তিনি সিরাজগঞ্জের নলকা গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে। আহতদের প্রথমে উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মোহাম্মদ আলী সদর হাসপাতালে যাবার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি হাটিকুমরুল থেকে উল্লাপাড়া যাচ্ছিল এবং ট্রাকটি বিপরীত দিক পাবনা থেকে আসছিল।
চৌকিদহ সড়ক
সেতুর পাশে সিএনজি একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় এই দূঘর্টনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এর চালক ও হেলপার পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ, উল্লাপাড়া থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।