
—ছবি সংগৃহিত
এরই মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সাথী করেছে পাকিস্তানকেও। তবে ২৭ ফেব্রুয়ারি নিয়ম রক্ষার ম্যাচ খেলে পরদিনই দেশে ফিরবেন শান্ত বাহিনী।
এরপর বাংলাদেশ তাদের পরবর্তী বিদেশ সফরে মে মাসের শেষের দিকে আবার এই পাকিস্তানেই আসবে। এফটিপিতে থাকা সেই সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
তবে পাকিস্তানের সাথে বাংলাদেশের পরবর্তী সাক্ষাটি হতে পারে এর পরপরই।
সূত্র বলছে, বিসিবি প্রস্তাবে রাজি হগয়ে জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর জুলাই-আগস্টে বাংলাদেশে গিয়ে আরেকটি টুর্নামেন্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।