
কক্সবাজার: টেকনাফে মিয়ানমারের ১৯ নাগরিকসহ ৪ দালাল আটক।-ছবি মুক্ত প্রভাত
টেকনাফে অভিযান চালিয়ে মিয়ানমার ১৯ জন নারী-পুরুষ ও শিশুসহ ৪ বাংলাদেশী দালালকে আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের বলেন, ২৬ মে রাত ১১ টার সময় গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে মিয়ানমারের নাগরিক অবস্থান করছে।
এমন সংবাদে আমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৯ জন মিয়ানমান নারী-পুরুষ ও শিশুসহ ৪ জন বাংলাদেশী দালালকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধার মিয়ানমার নাগরিকের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশুসহ ৪ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।