
যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে মুক্তি চায় জার্মানি
জার্মানিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্তি পেতে হবে। মার্কিনী কবল থেকে স্বাধীনতা অর্জন করা জার্মানি জন্য বেশি জরুরী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মান পার্লামেন্ট নির্বাচনে জয়ী সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। কেননা মার্কিন রাষ্ট্র ইউরোপের ভাগ্য ব্যাপারে খুব উদাসীন।
সেদেশের গণমাধ্যমের মতে, মার্জের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং তাদের সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) ২৮.৫ শতাংশ ভোট পাবে বলে ধারনা হচ্ছে। তিনি পরবর্তী চ্যান্সেলর হবেন।
বার্তা সংস্থা ডয়চে প্রেস-এজেন্টর সাংবাদিকদের মার্জ বলেন, ওয়াশিংটনের হস্তক্ষেপ মাস্কোর হস্তক্ষেপের চেয়ে কম নাটকীয় নয়, কম আপত্তিজনক ছিল না। বর্তমান আমেরিকার বর্তমান সরকার এখন ইউরোপের ভাগ্য নিয়ে খুব একটা ভাবছেন না। এ কারণেই জার্মানির আমেরিকান আধিপত্য থেকে নিজেদের বের করে স্বাধীনচেতা ঘোষণা করা উচিত।