
—ছবি মুক্ত প্রভাত
বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগতদের বরণ, এসএসসি পরীক্ষার্থীনিদের বিদায়, বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এ এল এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ এস এম ইকরামুল হক।
অতিথিবৃন্দের আসনগ্রহণের পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ, মানপত্র পাঠ, শুভেচ্ছা বক্তব্য, শিক্ষক/শিক্ষার্থীদের বক্তব্য, অভিভাবকদের বক্তব্য, নবীণদের বরণ, পরীক্ষার্থীনিদের উপলক্ষ্যে দোয়া, পুরস্কার বিতরণ শেষে সাস্কৃতিক অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়।