
বৃষ্টি নামায় মাঠ থেকে উঠে যাচ্ছেন সাকিব এবং মিরাজ।-ছবি সংগৃহিত
আজো নিজেকে উজার করে দিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাধায় বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারে ২০৭ রান। এই রান করতে গিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হয়েছে নতুন এক রেকর্ড।
রেকর্ড গড়েছেন লিটন দাস আর রনি তালুকদার। ওপেনিংয়ে জুটি তারা এনে দিয়েছেন ৯১ রান। ওভার তখন ৬। অর্থাৎ পাওয়ারপ্লেতে এই রানের নতুন এক রেকর্ড গড়লো বাংলাদেশ।
এর আগে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে এতো রান করেনি বাংলাদেশ। শুধু লিটন রনি রন। তাদের পরে প্রত্যেকেই মোটামুটিভাবে নিজের নামের প্রতি সুবিচার করেছেন।