
ইংল্যান্ডের দেওয়া পাহাড়সম ৩৫১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই বিশ্বরেকর্ডের নিরব সাক্ষী হয়ে থাকল ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ড।
এর আগে ইংল্যান্ডের শুরুটা খুব একটা ভালা হয়নি। নড়বড়ে শুরুর পর তাক লাগানো একটি ইনিংস উপহার দিয়েছেন বেন ডাকেট ও জো রুটের ব্যাট।
অষ্ট্রেলিয়ার বোলারদের রিতিমতো পিটিয়ে তুলোধনা করে বেন ডাকেট তুলে নেন সেঞ্চুরি। ৫০ ওভারে ইংল্যান্ডের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫২ রান।
বেন ডকেট ব্যক্তিগতভাবে করেন ১৬৫ রান। বেন ডকেটের মহাকাব্যিক এই ইনিংসে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ এটিই।
কারণ নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রান এখন বেন ডকেটের পেছনে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার অ্যাস্টল
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে বেন দারগুইস ৩ উইকেট নেন। এছাড়া অ্যাডাম জাম্পা ও মার্নাস লেবুশানে নেন ২টি করে উইকেট নেন।
জবাবে ৩৫১ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৯. ৫ ওভারে ২৬৪ রান নিয়ে ব্যাট করছে অস্ট্রেলিয়া।