
—ছবি মুক্ত প্রভাত
বাংলাদেশ পুরুষ কাবাডি দল ১৯৯০ সালে কলকাতায় এক প্রীতি টুর্নামেন্টে নেপালের কাছে হেরেছিল। তবে এশিয়ান বা দক্ষিণ এশিয়ান গেমসের মতো বড় প্রতিযোগিতায় বাংলাদেশ কখনো হারেনি।
বাংলাদেশ ধরে রেখেছে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নেপালের কাছে অপরাজিত থাকার রেকর্ডও। পল্টন মাঠে দুই দেশের মধ্যে ৫ ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ শনিবার স্বাগতিক বাংলাদেশ ৫৩-২৯ পয়েন্টে সফরকারী দলকে উড়িয়ে দিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-১১ পয়েন্টে।
প্রথম ম্যাচটা সহজে পার হওয়ায় বাংলাদেশ এখন ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অধিনায়ক মিজানুর রহমান আজ ম্যাচ শেষে বললেন- ভালো ম্যাচ হয়েছে।
তিনি বলেন, কোচ যেভাবে বলেছেন, সেভাবেই খেলেছি। নেপাল কদিন আগেই ফ্রাঞ্চাইজি লীগ হয়েছে। আমিসহ বাংলাদেশের ৬ খেলোয়ার খেলে এসেছি। নেপালের কাবাডি এগোচ্ছে। আজ হয়তো ওরা ভারো করতে পারেনি। নিশ্চয়ই ওরা ঘুড়ে দাঁড়াবে। তবে আশা করি, আমরা ৫-০তেই এই সিরিজটি জিতবো।’