
আমি নীল–
তুমি কি আমার আকাশ হবে?
যেখানে পাখি হয়ে উড়বে–
আর গোধূলির মৃদু বাতাস হয়ে,
আমার ক্লান্তিটাকে দূর করবে।
আমি মাটি–
তুমি কি আমার ফুল হবে?
না না - তোমায় গোলাপ, গাঁদা, জবা,
আর সূর্যমুখী হতে হবে না!
তুমি বরং ঘাসফুল হয়ে ফুটবে–
আর মাটির সঙ্গে সখ্যতা গড়বে,
দেখবে যে–
সেই মাটি তোমাকে একটি বাগান উপহার দেবে,
তোমার বৃক্ষমূলকে অতি যত্নে আগলে রাখবে।
মুক্ত/ আরেফিন