
নাটোরের সিংড়া উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব বাজেট ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৪৬৯ টাকা ও উন্নয়ন বাজেট ৮১ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা ধরা হয়েছে। ইউপি সচিব মো. শামীম হোসেনের সঞ্চালনায় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।