
—ছবি মুক্ত প্রভাত
নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার(২১শে ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
এরপর পুস্পমাল্য অর্পন করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বদলগাছী প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদলগাছী পল্লী বিদুৎ অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ, আনসার ও ভিডিপি কার্যালয়, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, মহিলা ডিগ্রী কলেজ ও বদলগাছী কারিগরি কলেজ।
এরপরই বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন ।
আর এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ’ বাজানো হয় ।
শ্রদ্ধা জানতে আসা ব্যক্তিরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন , ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। বাংলা আমার ভাষা। বাংলা আমার মায়ের মুখের ভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতে গর্ববোধ করি। তাই আজ ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন শেষে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।