
—ছবি সংগৃহিত
বাঙালির জাতির জন্য এক চিরজাগরূক চেতনা বায়ান্নর ভাষা আন্দোলন। বাংলা ভাষার জন্য যারা সংগ্রাম করেছিলেন, ১৯৫২ সালে জীবন দিয়েছিলেন, সেইসব আত্মোৎসর্গকারী শহীদদের রক্তে লেখা বাঙালির আত্মপরিচয়।
সময়ের ব্যবধানে একুশের লড়াই দেশের সীমনা বেড়িয়েছে। হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষাশহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন পাঁচজন—আবুল বরকত, আবদুল জব্বার, রফিক উদ্দিন আহমদ, আবদুস সালাম ও শফিউর রহমান। ২০০০ সালে তাদের রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত করা হয়েছে। যদিও প্রকৃত শহীদের সংখ্যা আরো অনেক।
সেসব ভাষাসংগ্রামীদের স্মৃতি ধরে রাখতে সারা বছর তেমন উদ্যোগ চোখে পড়ে না। তাদের স্মৃতি ধরে রাখতে নিজ নিজ এলাকায় যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল, সেসব স্মৃতির মিনারগুলোও অযত্ন-অবহেলায় রয়েছে।