
—ছবি মুক্ত প্রভাত
২১ শের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালননকরা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করে প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদন শেষ করা হয়।