
-ছবি মুক্ত প্রভাত
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের পাশে দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সৌহার্দ পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ভ্যান চালক রনি ইসলাম (৩৫) এবং আব্দুল মালেকের ছেলে ফারুক হোসেন (৩০)। দুর্ঘটনায় আহতরা হলেন, উল্লাপাড়ার ভেটুয়াকান্দি গ্রামের আব্দুল মানিকের ছেলে হযরত আলী (২৫) এবং ময়েজ আকন্দের ছেলে হারুন ওর রশিদ (২৮)। এরা তিনজন কাঠ মিস্ত্রি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ জানান, সৌহার্দ পরিবহনের বাসটি পাবনা থেকে কক্সবাজার যাচ্ছিল। অপরদিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী অটোভ্যানকে ঘটনাস্থলে চাপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা সবাই অটোভ্যানের যাত্রী। আহত দুই ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।