
—ছবি মুক্ত প্রভাত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। যেখানে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত রয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকছে এ জ্ঞানের মহোৎসব।
নবজাগরণ ফাউন্ডেশন বইমেলায় ৪৮ থেকে ৫৩ নম্বর স্টলে অবস্থান করছে। যেখানে পাঠকদের জন্য রয়েছে সমৃদ্ধ বই সংগ্রহ। এ মেলায় আলেয়া, অনন্যা, ইত্যাদি, সূর্যোদয়, দিব্য, কথা, প্রজন্ম, অবসর সহ স্বনামধন্য প্রকাশনী সংস্থাগুলো অংশগ্রহণ করেছে।
বইমেলায় নবজাগরণ ফাউন্ডেশনের পক্ষে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রেডিও পদ্মা, যা পুরো মেলার সংবাদ ও আপডেট প্রচারে ভূমিকা রাখছে। এছাড়াও, বারিন্দ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, বারসিক, অগ্রণী প্রেস, রিফ্রেশমেন্ট রেস্টুরেন্ট এবং সচেতন সোসাইটি সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়ে মেলাকে আরো সফল করে তুলেছে।
উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১২ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নবজাগরণ শিক্ষানিকেতনের মাধ্যমে শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, এবং ঈদ ও পূজায় নতুন পোশাক প্রদানসহ নানাবিধ সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, বইমেলা জ্ঞান ও সংস্কৃতির মিলনমেলা। এতে অংশগ্রহণ করতে পেরে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত। আমরা বিশ্বাস করি, এই বইমেলা পাঠকদের মাঝে সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাচ্ছে এবং জ্ঞানচর্চার দ্বার উন্মুক্ত করছে।