
—ছবি সংগৃহিত
আজ শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশের লড়াই। দুবাইয়ের মাঠে প্রতিপক্ষ ভারত। কাগজে কলমে শক্তির ব্যবধানে পিচিয়ে থাকলেও দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে আশাবসদী হতেই পারে বাংলাদেশ।
বাংলাদেশ ৩, ভারত ২
সব মিলিয়ে ৩২-৮ ব্যবধানে পিছিয়ে থাকলেও সর্বশেষ পাঁচ ম্যাচের হিসাবে বাংলাদেশেই ৩-২ ম্যাচে এগিয়ে। বাংলাদেশের তিন জয়ের দুটি ২০২২ সালের শেষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে। অন্যটি ২০২৩ শ্রীরঙ্কা এশিয়া কাপে।